ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের টি২০ সিরিজ জয়

প্রকাশিত: ০৮:১৬, ৭ নভেম্বর ২০১৮

ভারতের টি২০ সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার রাতে লক্ষৌতে দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে বিধ্বস্ত করেছে স্বাগতিক ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করল ভারতীয় দল। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওপেনার রোহিত শর্মার অপরাজিত ১১১ রানে ভর দিয়ে ২ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় সফরকারী ক্যারিবীয়রা। প্রথম টি২০ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছিল ৫ উইকেটে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধাই হয়েছে ভারতের। উদ্বোধনী জুটিতে অধিনায়ক রোহিত ১২৩ রানের বড় জুটি গড়েন শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে। তখন ইনিংসের ১৪ ওভার শেষ হয়েছে। বিধ্বংসী রোহিতকে ধীরেসুস্থে খেলে সঙ্গ দেয়া ধাওয়ান ৪১ বলে ৩ চারে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। দুই ওভার পরেই ঋষভ পান্ত (৫) রানে আউট। কিন্তু এতে ভাগ্য ফেরেনি ক্যারিবীয়দের। লোকেশ রাহুল ১৪ বলে ২ চার, ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। আর রোহিত ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এখন সর্বাধিক সেঞ্চুরির মালিক তিনি। সর্বাধিক ১৫ হাফসেঞ্চুরিও তার দখলে। ৩ সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের কলিন মুনরো দ্বিতীয় স্থানে। শেষ পর্যন্ত ৬১ বলে ৮ চার, ৭ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন রোহিত। এর ফলে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলামকে (৭১ ম্যাচে ২১৪০ রান) দ্বিতীয় সর্বাধিক ২২০৩ রানের (৮৬ ম্যাচ) মালিক হয়েছেন তিনি। রোহিতের ওপর এখন শুধু আরেক কিউই মার্টিন গাপটিল (৭৫ ম্যাচে ২২৭১ রান)। ২ উইকেটে ১৯৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা খলিল আহমেদের পেস তোপে পড়ে। এরপর কুলদ্বীপ যাদবের স্পিন এবং জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তারা। প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ড্যারেন ব্রাভোর ২৩ রানে সাজঘরে ফিরে গেছেন, আর ৮১ রানেই ৭ উইকেট হারানো ক্যারিবীয়রা তখন পরাজয়ের প্রহর গুনছিল। শেষদিকে কিমো পলের ২১ বলে ২০ রানের পরও ৯ উইকেটে ১২৪ রানের বেশি যেতে পারেনি সফরকারীরা।
×