ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধ বিমান তৈরি করছে ইরান

প্রকাশিত: ০৬:৫৯, ৭ নভেম্বর ২০১৮

যুদ্ধ বিমান তৈরি করছে ইরান

যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে আরোপিত পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো পুনঃবহাল করার পর উত্তেজনা আরও তীব্র হওয়ার মুখে নিজেদের বিমান বাহিনীর জন্য স্থানীয়ভাবে নকশা করা কাউসার যুদ্ধ বিমানের উৎপাদন শুরু করেছে ইরান। কাউসার ‘শতভাগ স্থানীয়ভাবে তৈরি’ বিমান বলে জানিয়েছে ইরান। এটি বহু ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম এবং স্বল্প পাল্লার এরিয়াল সাপোর্ট মিশনে এটি ব্যবহার করা হবে জানিয়েছে তারা। তবে কিছু সামরিক বিশেষজ্ঞের ধারণা, এই যুদ্ধ বিমানটি ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৫ যুদ্ধ বিমানের কার্বন কপি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি উৎপাদন কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিগগিরই প্রয়োজনীয় সংখ্যক বিমান তৈরি করে বিমান বাহিনীকে সরবরাহ করা হবে।’ সূত্র : ইন্টারনেট
×