ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নশিপসে বিলেসের ইতিহাস

প্রকাশিত: ০৬:৫৬, ৭ নভেম্বর ২০১৮

বিশ্বচ্যাম্পিয়নশিপসে বিলেসের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ দোহায় শেষ হয়ে গেল বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপস। পুরো আসরটিই ছিল মার্কিন তরুণী সিমোন বিলেসের সাফল্যে উদ্ভাসিত। শেষদিনে তিনি ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজেও জিতেছেন স্বর্ণপদক। এটি চতুর্থ স্বর্ণ এ আসরে। প্রথম মার্কিন নারী হিসেবে সবগুলো ইভেন্টে পদক জয়ের রেকর্ড গড়েছেন তিনি। চারটি স্বর্ণ এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জসহ সবমিলিয়ে ৬টি পদক জিতেছেন তিনি। বিশ্ব আসরে সবমিলিয়ে ২০টি পদক জিতে ইতিহাসের সর্বাধিক বিশ্বচ্যাম্পিয়নশিপস পদকের মালিক হয়ে রেকর্ড স্পর্শ করেছেন রাশিয়ান সভেতলানা খোরকিনার। বিলেস গত ১০ দিন ধরে দোহায় ব্যস্ত সময় কাটিয়েছেন। আগেই জিতেছিলেন তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ। শেষদিনে ফ্লোর এক্সারসাইজেও সোনা জয় করেন ২১ বছর বয়সী এ মার্কিন কৃষ্ণকন্যা। তার সতীর্থ মরগান হার্ড রৌপ্য ও জাপানের মাই মুরাকামি তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয় করেন। এ সাফল্যের ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপসে সবমিলিয়ে ১৪টি স্বর্ণপদক বিলেসের দখলে চলে গেল। সবমিলিয়ে ২০টি বিশ্বচ্যাম্পিয়নশিপস পদক। এবার চারটি স্বর্ণ জিতেছেন তিনি দলগত ফাইনাল, অল-এরাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজে। ব্যালেন্স বিমে ব্রোঞ্জ এবং নিজের সবচেয়ে দুর্বল ইভেন্ট আনইভেন বারে রৌপ্য জেতেন। অথচ এবার বিশ্ব আসরে অংশ নেবেন কিনা সেটা নিয়েই ছিল সংশয়। প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েকদিন আগে কিডনিতে পাথর হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল বিলেসকে। ১৯৮৮ সালের অলিম্পিকে সর্বশেষবার জিমন্যাস্টিক্সের বড় প্রতিযোগিতার সব ইভেন্টে পদক জিতেছিলেন রোমানিয়ার ড্যানিয়েলা সিলিভাস। তারপর সেই ইতিহাসের পুনরাবৃত্তি এবার ঘটালেন বিলেস। তবে প্রথম মার্কিন তরুণী হিসেবে এ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস গড়েছেন তিনি। বিলেস এরপর বলেন, ‘আমার মনে হয় গর্বিত হওয়ার মতো অনেক বিষয় আছে এখানে। সবচেয়ে বেশি গর্বিত যে আমি এখানে আসতে পেরেছি এবং সবগুলো ইভেন্টের ফাইনালে উঠতে পেরেছি ও সবগুলোতেই পদক জিততে পেরেছি। আশা করছি আগামী বছর সবগুলো ইভেন্টে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে সক্ষম হব। এখন আমি অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য সার্বিক পদক্ষেপ নেব।’
×