ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৫৩, ৭ নভেম্বর ২০১৮

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। টি২০ সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করে উজ্জীবিত পাকিস্তান ওয়ানডে দলে ডাক পেয়েছেন তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। তবে টেস্ট-টি২০’র পর ওয়ানডেতেও জায়গা হয়নি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অন্যদিকে গোড়ালির চোটের কারণে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার কোরি এ্যান্ডারসন। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড তিন ও পাকিস্তান পাঁচ নম্বরে। তবে হোম কন্ডিশন আমিরাতে সরফরাজ আহমেদের দল সবসময় ভয়ঙ্কর। কিউইদের টি২০তে ধরাশায়ী করার আগে এখানে অস্ট্রেলিয়াকেও পর্যুদস্ত করেছে তারা। তিন ওয়ানডের পর সমান ম্যাচের টেস্ট খেলবে দু’দল। অন্যদিকে ২০১৮ সালে এখনও পাকিস্তানের হয়ে ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ পাননি ইমাদ। এবার কিউইদের বিপক্ষে ওয়ানডে দলে মাঠে দেখা যেতে পারে এই তারকাকে।
×