ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাল খেলতে দৃঢ়প্রতিজ্ঞ মহিলা হকি দল

প্রকাশিত: ০৬:৫২, ৭ নভেম্বর ২০১৮

ভাল খেলতে দৃঢ়প্রতিজ্ঞ মহিলা হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে ২৫ সদস্যবিশিষ্ট কলকাতা ওয়ারিয়র্স এ্যাথলেটিক ক্লাবের মহিলা হকি দল। তার আগে বিকেলে হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা হকি দলের ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেন দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়রা। জাতীয় দল নাম দেয়া না হলেও ঢাকা একাদশ নামেই আজ বুধবার বিকেল তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশের মহিলা দল। খেলার উদ্বোধন করবেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোঃ ফেরদৌস খান। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যৌথ উদ্যোগে কলকাতা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলবে ৭, ৮ ও ১০ নবেম্বর। অতিথি দলটির থাকা-খাওয়া ও সাইট সিয়িংয়ের দায়িত্ব নিয়েছে ফেডারেশন। ঢাকা একাদশের ম্যানেজার তারিকউজ্জামান নান্নু বলেন, ‘এই প্রথমবারের মতো বিদেশী কোন মহিলা হকি দল খেলতে এসেছে। স্বাধীনতার পর এমন একটি টুর্নামেন্টকে নিশ্চয়ই আমরা স্মরণীয় করে রাখব। হার-জিতের চেয়ে যুগান্তকারী ঘটনার সৃষ্টিতে পাথেয় হতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে। দলের কোচ হেদায়েতুল ইসলাম রাজীব জানান, ‘প্রায় দু’বছর ধরে দলটির সঙ্গে আছি। অল্প সময়ের ক্যাম্পিংয়ে তারা নিজেদের যোগ্য করে তুলেছে। তাদের আগ্রহ দেখে বিশ্বাস করতে পারি যে কলকাতা দলটির সঙ্গে আমরা ভাল করব।’ অধিনায়ক রিত খানম জানান, ‘আমরা ইতিহাসের অংশ হতে যাচ্ছি ভেবে একটু ভয়ও পাচ্ছি। বাংলাদেশ এখনও কোন বিদেশী দলের সঙ্গে খেলেনি। আমরা প্রথম হিসেবে আশা করছি বাংলাদেশের মান রাখতে পারব।’
×