ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গলে বিদায়ী হেরাথের এক শ’

প্রকাশিত: ০৬:৫১, ৭ নভেম্বর ২০১৮

গলে বিদায়ী হেরাথের এক শ’

শাকিল আহমেদ মিরাজ ॥ গলে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন রঙ্গনা হেরাথ। তিন ম্যাচ সিরিজের প্রথম দ্বৈরথে তাই সব ছাপিয়ে আলোচনায় ৪০ বছর বয়সী অফস্পিনার। টস জিতে বোলিং নেয়া ইংলিশরা প্রথমদিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে। সর্বোচ্চ ৮৭ রান করে অপরাজিত অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস। এছাড়া স্যাম কুরানের ৪৮ ও কেটন জেনিংসের ৪৬ উল্লেখ্য। স্বাগতিকদের হয়ে স্পিনার দিলরুয়ান পেরেরা নিয়েছেন ৪ উইকেট। আর প্রথমদিনে একমাত্র শিকারের পথে প্রতিপক্ষ অধিনায়ক জো রুটকে বোল্ড করে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১০০ শিকার পূর্ণ করেন হেরাথ। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ভেন্যুতে উইকেটের সেঞ্চুরির কীর্তি গড়লেন বিদায়ী ম্যাচ খেলতে নামা লঙ্কান তারকা। টেস্টে একই ভেন্যুতে একই বোলারের ১০০ বা তার বেশি উইকেট নেয়ার মাত্র পঞ্চম ঘটনা এটি। তার মধ্যে তিনবারই আছে আরেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরনের নাম। কলম্বো, ক্যান্ডি ও গলে তার শিকার সংখ্যা যথাক্রমে ১৬৬, ১১৭ ও ১১১! ঐতিহাসিক লর্ডসে ১০৩ উইকেট নিয়ে তার পেছনে ইংল্যান্ড তারকা পেসার জেমস এ্যান্ডারসন। গল টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট নিয়ে তালিকায় শেষ সংযোগজন হেরাথ। ৯৩তম টেস্টে ৪৩১ শিকারে টেস্ট ইতিহাসের দশম সফল বোলার তিনিই। ক্যারিয়ারের শেষ এই টেস্টে আর ৪ উইকেট নিতে পারলে রিচার্ড হ্যাডলি (৪৩১), স্টুয়ার্ট ব্রড (৪৩৩) এবং কপিল দেবকে (৪৩৪) ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ শিকারির তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নেবেন হেরাথ। উল্লেখ্য, ৮০০ শিকারে এই তালিকায় সবার ওপরে তারই পূর্বসূরি গ্রেট মুরলিধরন। যার অবসরের পরই মূলত তিনি দলে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। হেরাথময় ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া ইংল্যান্ড কিন্তু বেশ বিপদেই পড়েছিল। দিলরুয়ানের স্পিন এবং সুরাঙ্গা লাকমলের সাঁড়াশি আক্রমণের মুখে এক পর্যায়ে স্কোরবোর্ডে ১০৩ রান যোগ করতেই টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। দুই অঙ্ক ছুঁতে পারেননি অভিষিক্ত ওপেনার ররি বার্নস (০) ও দুই তারকা মঈন আলি (০) এবং বেন স্টোকস (৭)। কঠিন বিপদে লোয়ার অর্ডার ও টেল-এন্ডার ব্যাটসম্যানরা দারুণভাবে ইংল্যান্ডকে পথে ফেরান। জস বাটলার (৩৮) , আদিল রশিদের (৩৫) ছোট ইনিংস দুটিও ছিল সময় উপযোগী। তবে অভিষিক্ত ফোকসের কথা আলাদা করে বলতে হবে। সতীর্থদের যাওয়া-আসার মধ্যে অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ। ১৮৪ বলে ৬ চারে ৮৭ রান নিয়ে অপরাজিত আছেন। ব্যক্তিগত ১৪ রানে তার সঙ্গে আছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার জ্যাক লিস। উল্লেখ্য, মুরলির পর টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হেরাথ। এছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে তিনি। ৫৬৪ উইকেট নিয়ে জেমস এ্যান্ডারসন প্রথম ও ৪৩৩ উইকেট নিয়ে স্টুয়ার্ড ব্রড দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছেন। ১৯৯০’র দশকে অভিষেক হওয়ার পর সর্বশেষ সক্রিয় টেস্ট ক্রিকেটারও হেরাথ। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩২১/৮ (৯১ ওভার; বার্নস ৯, জেনিংস ৪৬, মঈন ০, রুট ৩৫, স্টোকস ৭, বাটলার ৩৮, ফোকস ৮৭*, কুরান ৪৮, রশিদ ৩৫, লিচ ১৪*; লাকমল ২/৫৭, দিলরুয়ান ৪/৭০, দনঞ্জয়া ১/৯৬, হেরাথ ১/৭৮, ধনঞ্জয়া ০/১৮)। ** প্রথমদিন শেষে
×