ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিল নিয়ে দু’দলে সংঘর্ষ, পুলিশের গুলি আহত ১৫০

প্রকাশিত: ০৬:১৫, ৭ নভেম্বর ২০১৮

হবিগঞ্জে বিল নিয়ে দু’দলে সংঘর্ষ, পুলিশের গুলি আহত ১৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ নবেম্বর ॥ সরকারী খাস খতিয়ানভুক্ত একটি পুকুর ও সংলগ্ন জমির অংশবিশেষ দখল নিয়ে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের উপজেলা বাহুবলের পল্লী গোহারুয়ায় দু’দল সশস্ত্র লোকের মধ্যে প্রায় দু’ঘণ্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছে। তন্মধ্যে মুমূর্ষু অবস্থায় অন্তত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এবং বহু লোককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসি মাসুক আলী জনকণ্ঠকে জানান, সাবেক ইউপি মেম্বার সফিক মিয়া ও সিরাজ মিয়ার পক্ষাবলম্বনকারী লোকজনের মাঝে সৃষ্ট এই সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৪৮ রাউন্ড শটগানের গুলি ও ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এসআই আব্দুর রহিম, এসআই সজীব মিয়া ও কনস্টেবল খুর্শেদ গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে খুর্শেদ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুনরায় যে কোন অঘটন রোধে পুলিশ রয়েছে সতর্কাবস্থায়।
×