ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গুলিবিনিময়ে পুরাতন জেএমবির আমির নিহত

প্রকাশিত: ০৬:১২, ৭ নভেম্বর ২০১৮

বগুড়ায় গুলিবিনিময়ে পুরাতন জেএমবির আমির নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব এলাকায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে পুরাতন জেএমবি’র আমির ও একাধিক নাশকতা মামলার আসামি খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছে। সে হত্যাসহ পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই ও একাধিক নাশকতা ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। ঘটনাস্থল থেকে পুলিশ বিদেশী পিস্তল, একটি ওয়ান শূটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করে। পুলিশ জানায়, জেএমবি’র বেশকিছু সদস্য সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় বড় ধরনের কোন নাশকতার জন্য সমবেত হওয়ার গোয়েন্দা তথ্য পাওয়া যায়। পুলিশের একপি টিম তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে জেএমবি’র সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এতে পুলিশ সরকারী সম্পদ ও জানমাল রক্ষায় পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের পর জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অস্ত্র গুলি ও ধারাল অস্ত্র পাওয়া যায়। পরে পুলিশ তার ছবি ঠিকানা যাচাই করে নিশ্চিত হয় যে, সে পুরতান জেএমবি’র আমির। সে জামালপুরের সরিষাবাড়ির আব্দুল খালেকের ছেলে। পুলিশ আরও জানায়, খোরশেদ ওরফে সামিল মুন্সীগঞ্জের মুক্তমনা লেখক ও ব্লগার শাজাহান বাচ্চু হত্যা ও ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবি’র সদস্য ৩ আসামিকে ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল। এছাড়া জামালপুরের একটি মামলায় তার ৭ বছর সাজা হয়েছিল। জামালপুর রংপুর ও কুড়িগ্রামে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সম্প্রতি সে রংপুরের গঙ্গাচড়ায় তার জেএমবি সদস্যদের দিয়ে নাশকতা ও টার্গেট কিলিংয়ের জন্য সে বৈঠক করার সময় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে সে পালাতে সক্ষম হয়। তবে পুলিশ হেডকোয়ার্টসের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া পুলিশের ওই যৌথ অভিযানে সেখান থেকে অস্ত্র ও গুলিসহ পুরাতন জেএমবি’র বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। শিবগঞ্জের পিরবে গুলি বিনিময়ে পুরাতন জেএমবি’র এই দুর্ধর্ষ জঙ্গী নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
×