ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিইসির সঙ্গে বৈঠক

যুক্তফ্রন্ট ৮ তারিখেই তফসিল চায়

প্রকাশিত: ০৬:০৩, ৭ নভেম্বর ২০১৮

যুক্তফ্রন্ট ৮ তারিখেই তফসিল চায়

স্টাফ রিপোর্টার ॥ সিইসির সঙ্গে বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। একই সঙ্গে তারা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীলতার কথাও জানিয়েছেন। ফ্রন্টের মুখপাত্র মেজর (অব) মান্নান বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সংবিধানের আলোকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে নির্বাচন কমিশন। তাদের এই বক্তব্যে আমরা আশ্বস্ত। কমিশনের প্রতি আস্থা রাখতে চাই। এর আগে মঙ্গলবার বিকেল পাঁচটায় আবদুল মান্নানের নেতৃত্বে ফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক করে। এর আগে তারা কমিশনের সঙ্গে আলোচনার জন্য ৯ নবেম্বর সময় চেয়ে চিঠি দিলে কমিশন তাদের মঙ্গলবারই বৈঠকের জন্য সময় নির্ধারণ করেন। বৈঠক শেষে সন্ধ্যায় মেজর (অব) আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, কমিশন তাদের বলেছে নির্ধারিত সময়ে তফসিল হবে। কারও চাপে এই তফসিল পেছানো হবে না। তফসিলের বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোন চাপ নেই। তিনি বলেন, আমরা ৮ তারিখেই তফসিল চাই। অকারণে তফসিল পেছানো হলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে। অতীত অভিজ্ঞতা ভাল না। ২০০৬ সালের অভিজ্ঞতা আমরা দেখেছি। তফসিল পেছানো হলে নানা ধরনের অপশক্তি সুযোগ পাবে। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বিষয়ে বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা সেনা মোতায়েন চাই। অনিয়ম হলে সেনাবাহিনী যে কাউকে যাতে আইনের আওতায় আনতে পারে সেই ক্ষমতা দিতে হবে। এছাড়া আমরা ইভিএম ব্যবহার না করার বিষয়ে মত দিয়েছি। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে যুক্তফ্রন্টের চিঠি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বি চৌধুরীর চিঠি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
×