ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ নবেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

প্রকাশিত: ০৬:০২, ৭ নভেম্বর ২০১৮

৯ নবেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ নবেম্বর শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে ইসলামী ১২টি দল ও জোটের নেতাদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আগামী ৯ নবেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া চলবে। দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রির কথা জানিয়ে তিনি বলেন, দলের যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আট নবেম্বর তফসিল ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করতে চায় কমিশন। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। এরি ধারাবাহিকতায় নির্বাচনের প্রস্তুতিও চূড়ান্ত করেছে সব দলই। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য সংসদ সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিরোধী দল জাতীয় পার্টিও ৩০০ আসনে প্রার্থী তালিকা করেছে। বিএনপি নির্বাচনে না এলে এককভাবে সংসদ নির্বাচনে অংশ নেবে এরশাদের জাপা। এদিকে বাম গণতান্ত্রিক জোট, যুক্তফ্রন্ট, ঐক্যফ্রন্ট, ইসলামী জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত।
×