ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ০৬:০১, ৭ নভেম্বর ২০১৮

সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

স্টাফ রিপোর্টার ॥ চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শেষে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি সংলাপের সার সংক্ষেপ তুলে ধরবেন বলে জানা গেছে। অর্থাৎ কোন দলের কতগুলো প্রস্তাব ও প্রস্তাবের প্রেক্ষিতে সরকারের বক্তব্য এবং সবশেষে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথাও তুলে ধরা হবে আয়োজিত সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কথা জানান। এর আগে সোমবার সচিবালয়ে তিনি জানিয়েছিলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে যে সংলাপ চলছে, সেগুলো শেষ হলে ‘ফল বা সিদ্ধান্ত’ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসবেন। আগামী সাত অথবা আট নবেম্বর সংবাদ সম্মেলন করার সম্ভাব্য তারিখও জানিয়েছিলেন তিনি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপের অংশ হিসেবে প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন বিএনপিসহ চার রাজনৈতিক দলের মোর্চা আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এতে নেতৃত্বে দেন ড. কামাল হোসেন। পর দিন শুক্রবার সংলাপে বসেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। এরপর ১৪ দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে ১৪ দল। মঙ্গলবার ইসলামী ঐক্যজোট ও বাম গণতান্ত্রিক জোট নেতাদের সঙ্গে সংলাপ হয়। আজ বুধবার ফের ছোটপরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×