ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভিএম ব্যবহারে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:০১, ৭ নভেম্বর ২০১৮

ইভিএম ব্যবহারে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে

এম শাহজাহান ॥ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। এর আগে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন সামনে রেখে জরুরী ভিত্তিতে দুই হাজার কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন। অপেক্ষাকৃত কম বাস্তবায়নযোগ্য ও এডিপি’র যেসব প্রকল্পের বরাদ্দকৃত টাকা ব্যবহার করা যাচ্ছে না আপাতত সেসব প্রকল্পের টাকা দিয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনার উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই টাকা সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধি চূড়ান্ত করে তা অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালায়। আগামী দু’একদিনের মধ্যে আইনমন্ত্রণালয়ে বিধিটি ভেটিংয়ের জন্য পাঠানো হবে। পরবর্তীতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইভিএম বিধিমালার অনুমোদন দেয়া হবে। ইতোমধ্যে স্বল্প পরিসরে হলেও সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে ইসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইভিএম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এই বাস্তবতায় অপেক্ষাকৃত কম বাস্তবায়নযোগ্য প্রকল্পের টাকা থেকে ইভিএম কেনা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে ইসি সরকারের কাছে আপাতত ২ হাজার কোটি টাকা চেয়েছে। কিন্তু চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ইভিএম কেনার জন্য কোন বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, টাকা বরাদ্দ না থাকলেও তেমন কোন সমস্যা নেই। অবাস্তবায়নযোগ্য ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা সরিয়ে জরুরী প্রয়োজন মেটানোর রেওয়াজ রয়েছে। এ কারণেই সংশোধনী বাজেট। চলতি অর্থবছরের বেশকিছু প্রকল্পের টাকা অব্যবহৃত রয়েছে। এসব প্রকল্পের টাকা ইভিএম কেনার জন্য দেয়া হবে। পরবর্তীতে সংশোধনী বাজেটে তা সমন্বয় করা হবে।
×