ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন উপজেলায় আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৬, ৭ নভেম্বর ২০১৮

তিন উপজেলায় আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

রবিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের আড়াইহাজার, নোয়াখালীর সোনাইমুড়ী এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তিনটি বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার এমপি মোঃ রুস্তুম আলী ফরাজী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এ্যাডভোকেট, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুসহ নোয়াখালীর সোনাইমুড়ী ও পিরোজপুরের মঠবাড়িয়ার জেলা প্রশাসকবৃন্দ। -বিজ্ঞপ্তি দুই বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নূর ইসলাম ও রবিন্দ্র চন্দ্র নামে দুই থ্রিপিছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে ও অস্ত্রেরমুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
×