ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গভীর রাতে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা

প্রকাশিত: ০৪:২৩, ৭ নভেম্বর ২০১৮

গভীর রাতে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ নবেম্বর ॥ মাদারীপুর পৌর এলাকার শকুনী লেকেরপাড় গভীর রাতে ৭০ বছর বয়সী মা জোবেদা খাতুনকে রাস্তায় ফেলে গেছে তার সন্তানরা। সকালে দুই শিক্ষার্থী হাঁটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। প্রথমে নিজের নাম আর সন্তান-বউ মিলে ফেলে রেখে যাওয়ার কথাটুকু বলতে পেরেছিলেন। তারপর থেকে আর কথা বলতে পারছেন না তিনি। কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধ এ জননী। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে তিনি তার সন্তানদের পরিচয় দিতে পারছেন না। সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, গত ৩১ অক্টোবর গভীর রাতে তার সন্তানরা মাদারীপুর শহরের শকুনী লেকের উত্তর পাড়ে রাস্তায় ফেলে রেখে যায়। সকালে সরকারী নাজিমউদ্দিন কলেজের ইংরেজী বিভাগের শিক্ষার্থী বিলাস হালদার ও মেহেদী ইসলাম হাঁটার সময় কেউ পড়ে আছে দেখে এগিয়ে যায়। গিয়ে দেখে হাতে-মাথায় রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধা পড়ে আছেন। তাৎক্ষণিক তারা বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারকারী শিক্ষার্থী বিলাস হালদার বলেন, ‘আমরা দু’জনে বৃদ্ধাকে দেখে তাৎক্ষণিক সদর হাসপাতাল নিয়ে ভর্তি করি। তারপরে জেলা ছাত্রলীগের নেতা পিয়াস শিকদার, নাজমুল হোসেন, মাহমুদ হাসান দিনার, শাওন আহমেদ, অমল কু-সহ বেশ কয়েক নেতাকে বিষয়টি বলি। তারাও ওই দিন হাসপাতালে এসে বৃদ্ধার চিকিৎসাসেবার ব্যবস্থা করেন। এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘উদ্ধারের পর থেকে বৃদ্ধাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কিছুটা মেডিসিনের অভাব দেখা দিলে সমাজসেবার সহযোগিতায় এনে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে বৃদ্ধা কিছুটা সুস্থ হলেও প্রচ- মানসিক আঘাতে স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে।’
×