ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে নববধূকে হত্যা

প্রকাশিত: ০৪:২৩, ৭ নভেম্বর ২০১৮

রূপগঞ্জে নববধূকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ নবেম্বও ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ফাতেমা (১৮) নামে এক নববধূকে শারীরিক নির্যাতন চালিয়ে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় ওই নববধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাইলাবো মাঝিনা এলাকা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। ফাতেমা উপজেলার সুরিয়াবো এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। ফাতেমার বাবা মোস্তফা মিয়া জানান, মাইলাবো মাঝিনা এলাকার আবদুর রহিজের ছেলে আবদুর রহিমের সঙ্গে তার মেয়ে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের দু’জনকে গত দুই মাস আগে বিয়ে দেয়া হয়। আবদুর রহিম সিএনজি চালক। কয়েক দিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আবদুর রহিমের সঙ্গে ফাতেমার ঝগড়া-ঝাটি চলে আসছিল। আবদুর রহিমসহ শ্বশুরবাড়ির লোকজনই ফাতেমাকে নির্যাতন করে শ^াসরোধে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, রাতে শ্বশুরবাড়িতে স্বামীর ঘরে ফাতেমার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বরিশালে স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, নগরীর কাউনিয়ার কাগাশুরা এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার বেলা বারোটার দিকে রহস্যজনকভাবে মারা গেছে। নিহত সাবিহা আক্তার অথৈর (৮) গলায় লাল দাগ দেখতে পেয়ে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন অথৈকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত সাবিহা আক্তার অথৈ কাগাশুরা এলাকার কাজী বাড়ির বাসিন্দা কাজী গোলাম মোস্তফার কন্যা ও সাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নওগাঁয় নারী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মান্দায় শয়নঘরের দরজার সামনে থেকে স্বামী পরিত্যক্ত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ের শিকার ওই নারীর নাম জিন্নাতুন ওরফে জিন্না (৪২)। তিনি উপজেলার মীরপুর গোল্লাপাড়া গ্রামের মজিবর সরদার ওরফে গেনার মেয়ে। স্থানীয়রা জানান, নিহত জিন্না স্বামী পরিত্যক্তা। তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়ির অদূরে বাড়ি নির্মাণ করে একাকী বসবাস করে আসছিলেন। সকালে তার ভাতিজি ফারজানা ফ্রিজে রাখা মাছ নিতে এসে জিন্নার গলাকাটা মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে পুলিশে সংবাদ দেন তারা। কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্র নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার হোসেনপুরে নিখোঁজের ২৩ দিন পর অর্ধগলিত অবস্থায় ওবায়দুল্লা মুন্না (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরে উপজেলার সাহেদল দড়িয়াবাজ গ্রামের জঙ্গলের পাশে নালা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মুন্না একই উপজেলার মধ্য সাহেদল গ্রামের নূরুল ইসলামের ছেলে ও স্থানীয় সাহেদল ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১৫ অক্টোবর বিকেলে প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে বাড়ি ফিরে মুন্না। দুপুরের খাবার খেয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মুন্নার আর খোঁজ মিলেনি। পরে মঙ্গলবার ভোরে জঙ্গলের কাছে নালায় দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী অর্ধগলিত লাশটি দেখতে পায়। খবর পেয়ে নিখোঁজ মুন্নার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে তাদের ছেলের লাশের সন্ধান পান। নিহতের মা মেহেরা খাতুন পরনের গেঞ্জি, প্যান্ট ও কোমরের বেল্ট দেখে লাশটি তাদের ছেলের লাশ বলে শনাক্ত করেন। দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে চরসোনাতলা মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরসোনাতলা সুকা মঝির ঘাট সংলগ্ন মাঠে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে চেয়ারম্যানের মাধ্যমে পুলিশে খবর দেয়। রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ ম-ল জানান, চরসোনাতলা সুকা মঝির ঘাট সংলগ্ন মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মাঠের লোকজন তাকে জানায়। চরের মাঠের মধ্যে মৃতদেহ পড়ে থাকার খবরটি দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
×