ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ওয়াসার পানির মান পরীক্ষায় কমিটি

প্রকাশিত: ০৪:২১, ৭ নভেম্বর ২০১৮

ঢাকায় ওয়াসার পানির মান পরীক্ষায় কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানির মান পরীক্ষা করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। কমিটিতে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, ব্যুরো অব রিসার্চ টেস্টিং এ্যান্ড কনসালটেশন (বিআরপডিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদ এবং মাইক্রোবায়োলজিক্যাল সাইন্স বিভাগের একজন করে প্রতিনিধি। এ কমিটিকে দুই মাসের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার রুল সহ এ আদেশ দেন। আদালতে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ শুনানি করেন। আদেশের পর এ্যাডভোকেট তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধানের ১৫ ও ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবনমান নিরাপদ ও উন্নয়নের অন্যতম দায়িত্ব রাষ্ট্রের। জনগণের আরোগ্যের প্রয়োজনে স্বাস্থ্যহানিকর যে কোন ব্যবস্থার বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলা হয়েছে সংবিধানে। কিন্তু সম্প্রতি বিশ্ব ব্যাংকের দেয়া প্রতিবেদন অনুযায়ী পনি সরবরাহের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ওয়াসার পানিই নিরাপদ না। বিশেষ করে নগরাঞ্চলে পাইপলাইনে সরবরাহ করা পানিতে ক্ষতিকর ই-কোলাই ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, আদালতের আদেশে আপাতত ঢাকা ওয়াসার পানির মান পরীক্ষা করতে বলেছে। পরে হয়ত দেশের সব অঞ্চলের পানির মান পরীক্ষা করতে বলবে। কমিটি গঠনের আদেশ দিয়ে আদালত রুল জারি করেছেন।
×