ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনের ইমপোর্ট এক্সপোতে ৬০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:১৯, ৭ নভেম্বর ২০১৮

চীনের ইমপোর্ট এক্সপোতে ৬০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান

চীন ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো শুরু হয়েছে ৫ নবেম্বর সাংহাইয়ে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান। চীন রেডিও ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানানো হয়, এক্সপোতে রেজিস্ট্রেশন করেছে জেনারেল মোটরস, ফোর্ড, টেসলা, জিপ, এ্যাপলাইড মেটেরিয়ালস মতো যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রকৌশল প্রতিষ্ঠান। এছাড়া ফেসবুক ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট এবং মেডিক্যাল সরঞ্জাম, খাদ্য ও কৃষি পণ্য সরবরাহকারী শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলো চীন ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, বিভিন্ন দেশ থেকে আমদানি বাড়াতে এই এক্সপোর আয়োজন করা হচ্ছে। ফলে বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ধারণা পাবেন আমদানিকারকরা। -অর্থনৈতিক রিপোর্টার
×