ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় ডিসিসিআই

প্রকাশিত: ০৪:১৮, ৭ নভেম্বর ২০১৮

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ মালয়েশিয়ার বিনিয়োগ চায় ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অন্যদিকে ব্যবসায়ীরা উদ্যোক্তারা বলছেন, যৌথ বাণিজ্য বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করা প্রয়োজন। মঙ্গলবার ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ সাক্ষাত করেন। ওই সময় দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাতকার কালে বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশানর বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ উল্লেখজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য বিদ্যমান অবকাঠামো খাতের সংস্কার ও উন্নয়ন আরও ত্বরান্বিত করা প্রয়োজন। বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে নয়। এই বাণিজ্য ঘাটতি দূর করতে হলে মালয়েশিয়ায় রফতানি বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, অতিসম্প্রতি বিশ্বব্যাংক প্রদত্ত ‘ডুয়িং বিজনেস রিপোর্ট’ অনুযায়ী মালয়েশিয়া ব্যবসা পরিচালনার সূচকে ২০তম স্থান থেকে ১৫তম স্থানে উঠে এসেছে। বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশকে ব্যবসা পরিচালনা সূচকে আরও উন্নতির সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। হাইকমিশনার আরও জানান, মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার হালাল পণ্যের বাজার সবচাইতে বৃহৎ এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার বাজারে হালাল পণ্য রফতানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
×