ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের তিন বন্দরের দায়িত্ব বুঝে নিল সামিট পোর্টের সাবসিডিয়ারি

প্রকাশিত: ০৪:১৪, ৭ নভেম্বর ২০১৮

ভারতের তিন বন্দরের দায়িত্ব বুঝে নিল সামিট পোর্টের সাবসিডিয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বিদেশী সাবসিডিয়ারি সামিট এ্যালায়েন্স পোর্ট ইস্ট গেটওয়ে (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড (এসএপিইজিআইএল) ভারতের কলকাতা ও পাটনায় তিনটি নৌবন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে। ভারতের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) সঙ্গে সম্পাদিত পিপিপি চুক্তি অনুসারে, প্রথম ছয় বছরে অর্জিত রাজস্বের পুরোটাই ভোগ করবে এসএপিইজিআইএল। সপ্তম বছর থেকে রাজস্বের ৬১ দশমিক ৭ শতাংশ পাবে তারা। অবশিষ্ট অংশ নেবে আইডব্লিউএআই। সামিট এ্যালায়েন্স পোর্ট কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতবছর আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে ভারতের কলকাতার গার্ডেন রিচ এবং পাটনার গাইঘাট ও কালুঘাট নৌ-টার্মিনাল ব্যবস্থাপনার জন্য মনোনীত হয় সামিট এ্যালায়েন্স পোর্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। দুই দেশের কর্তৃপক্ষের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত সপ্তাহে চূড়ান্ত দায়িত্ব বুঝে নেয় এসএপিইজিআইএল। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় আগামী ৩০ বছর নৌ-টার্মিনাল তিনটির ব্যবস্থাপনায় থাকবে এসএপিইজিআইএল। আইডব্লিউএআই নির্ধারিত ট্যারিফ রেটে টার্মিনাল ব্যবহারকারীদের কাছ থেকে ফি সংগ্রহ করবে। ব্যবস্থাপনা হস্তান্তর অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ভারতীয় নৌপরিবহন কর্তৃপক্ষের প্রথম পিপিপির আওতায় প্রথম বাংলাদেশী কোম্পানি হিসেবে বিদেশী টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব পেয়ে আমরা আনন্দিত। এর আগে ভারতের নৌসচিব শ্রী গোপালকৃষ্ণের উপস্থিতিতে গত ৩০ অক্টোবর আইডব্লিউএআই কর্মকর্তাদের কাছ থেকে বন্দর তিনটির ব্যবস্থাপনা বুঝে নেন সামিট এ্যালায়েন্স পোর্টের নিয়ন্ত্রণাধীন স্পেশাল পারপাস ভেহিকল কোম্পানিটির পরিচালক অশোক চক্রবর্তী। জানা গেছে, ১ লাখ রুপী পরিশোধিত মূলধনের এসএপিইজিআইএলের তিন-চতুর্থাংশ শেয়ার রয়েছে সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের হাতে।
×