ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাঙ্গরের হামলায় পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৩, ৭ নভেম্বর ২০১৮

হাঙ্গরের হামলায় পর্যটকের মৃত্যু

অস্ট্রেলিয়ার উইটসানডে দ্বীপপুঞ্জের সিড হারবারের কাছে একটি ইয়টের অদূরে সোমবার সন্ধ্যায় সাঁতার কাটার সময় হাঙ্গরের হামলায় ৩৩ বছর বয়সী এক পর্যটক মারা গেছেন। গুরুতর আহত পর্যটককে দুই চিকিৎসক ও এক সেবিকা চিকিৎসা দিয়েছেন। তারা পাশের একটি নৌযানে ছিলেন। আক্রান্ত ব্যক্তিকে জরুরী অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেয়া হয়। তার পা ও হাতের কব্জিতে মারাত্মক ক্ষতি হয়। হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান- এএফপি পম্পেওর উ. কোরিয়া সফর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার নিউইয়র্কে উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম ইয়োং চোলের সঙ্গে বৈঠকে বসবেন। দুই নেতা সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতির চারটি স্তম্ভের সবগুলোর অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে কোরীয় উপদ্বীপে একটি চূড়ান্ত, পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য পরমাণূ নিরস্ত্রীকরণ অর্জনের বিষয়টিও রয়েছে। দুপক্ষের মধ্যে পাঁচ মাস ধরে মতবিরোধের পর এই বৈঠক হতে যাচ্ছে- এএফপি
×