ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শামীম আশিকের ভিডিও ‘এক কবরে বাড়ি’

প্রকাশিত: ০৭:০২, ৬ নভেম্বর ২০১৮

শামীম আশিকের ভিডিও ‘এক কবরে বাড়ি’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী শামীম আশিকের কণ্ঠে ‘এক কবরে বাড়ি’ শিরোনামে একটি এক্সক্লুসিভ মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশ হয়েছে। ফোক ঘরানার গানটির কথা লিখেছেন শ্রোতানন্দিত গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী শামীম আশিক নিজেই। নবেম্বরের প্রথম দিনে জি সিরিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া গানটি ইতোমধ্যে ৩ লাখেরও বেশি শ্রোতা উপভোগ করেছেন। গানটির ভিডিও তৈরিতে জি এম মাল্টিভিশনের পরিচালক এম এ সোবহান, মেধাবী পরিচালক এস কে সরকার ও শিল্পী শামীম আশিক প্রতিষ্ঠিত কোন মডেলকে ব্যবহার করেননি। ভিডিওতে নবাগত ও কিশোর অভিনেতাদের সুযোগ দিয়েছেন। গানটিতে অভিনয় করেছেন কিশোর শিল্পী আরিফা, পারভেজ ও হিরু হানিফ। গানটি প্রসঙ্গে শামীম আশিক বলেন, এর আগে ‘এক কবরে বাড়ি’ গানটির লিরিক ভিডিও প্রকাশ করে জি সিরিজ, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। যার ফলশ্রুতিতে গানটির মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নেই। গানটি প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলায় শ্রোতাদের বিশেষ ধন্যবাদ জানাই। সোহাগ ভাই অনেক ভাল লিখেছেন গানটি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, শামীম আশিক ভাই ভাল সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি অনেক ভাল গেয়েছেন। আশা করি গানটি অনেক দূর এগিয়ে যাবে। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে জি এম মাল্টিভিশনের পরিচালক এম এ সোবহান বলেন, আমি খুব যতœ করেই ভিডিওর কাজটি সম্পাদন করেছি। গ্রাম বাংলার চিরাচরিত প্রেমকাহিনী নিয়ে গাওয়া গানটিকে কাহিনী নির্ভর একটি হৃদয়গ্রাহী গল্পের আলোকে সাজিয়েছি। আশা করি শ্রোতা-দর্শকরা তাকে ভালভাবে গ্রহণ করবেন।
×