ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিচালক মিনহাজ অভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা !

প্রকাশিত: ০৭:০১, ৬ নভেম্বর ২০১৮

পরিচালক মিনহাজ অভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা !

স্টাফ রিপোর্টার ॥ নির্মাতার সাইন বোর্ডে বেশ কিছু প্রতারকদের কারণে সংস্কৃতির ভুবন এখন কলুষিত। এক প্রযোজককে পথে বসিয়ে অন্য প্রযোজক শিকারে ব্যস্ত রয়েছেন নির্মাতা নামধারী কতিপয় প্রতারক। আর নির্মাতার মুখোশে থাকা এসব প্রতারকের কর্মকা-ে অতিষ্ঠ হয়ে প্রযোজক শূন্য হয়ে পড়ছে ছোট পর্দার ভুবন। নির্মাতার মুখোশে থাকা তেমনি একজন হলেন মিনহাজ অভি। প্রযোজক ইসমত আরা লেমনের মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন মিনহাজ অভি নামের এই নির্মাতা। গত বছরের ১৫ নবেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ আলম গ্রেফতারি পরোয়ানাটি জারি করেন। খিলক্ষেত থানায় প্রেরিত গ্রেফতারি পরোয়ানা নং ৫১৫৪। অভিযোগকারী প্রযোজক ইসমত আরা লেমন জানান, ৪ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগ করে মিনহাজ অভিকে দিয়ে তিনি ছয় পর্বের একটি নাটক নির্মাণ করেন। পর্ব প্রতি ২০ হাজার টাকা লাভ করিয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে সকল দায়-দায়িত্ব নিয়ে তাকে ৫ লাখ টাকা পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতির পাশাপাশি প্রযোজককে ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন মিনহাজ অভি। পরবর্তীতে ওই চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগী লেমন বলেন, নিজের পাওনা টাকা আদায়ের জন্য বহুবার আমি অভির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু সে আমার ফোন রিসিভ করত না। শুধু তাই নয়, অভি পরিচালিত ‘মেঘকন্যা’ নামের একটি চলচ্চিত্র মুক্তির আগে গ্রেফতারি পরোয়ানাসহ আমি পরিচালক সমিতিতেও অভিযোগ করি। কিন্তু কিছুতেই হয়নি। অভিকে ধরার জন্য মিডিয়া সংশ্লিষ্ট সব জায়গাতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। নিজেকে বাঁচানোর জন্য অভি বার বারই স্থান পরিবর্তন করছে। তার ‘মেঘকন্যা’ চলচ্চিত্রটি মুক্তির সময়ও তাকে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। খিলক্ষেত থানা পুলিশ জানায় গ্রেফতারি পরোয়ানায় দেয়া ঠিকানা মতে খিলক্ষেতের বাসায় গিয়ে তারা আসামিকে খুঁজে পায়নি। পুলিশ আরও জানায়, মিনহাজ অভিকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
×