ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৬:৫৮, ৬ নভেম্বর ২০১৮

পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ নবেম্বর ॥ চোখের রোগ আক্রান্ত প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। সদরের চৌদ্দশত পুলেরঘাটে তাসলিমা মেমোরিয়াল কলেজে স্বেচ্ছাসেবী সংস্থা আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পাঁচ দিনব্যাপী চক্ষুশিবিরের আয়োজন করে। এতে দেশী ও বিদেশী ২০ ডাক্তারের সমন্বয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ওষুধ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। সোমবার সমাপনী দিনে পাঁচ শতাধিক রোগীকে নির্বাচিত করে চোখের ছানি অপারেশন করানো হয়। শুক্রবার সকালে ফ্রি চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান।
×