ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মদন হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৬:৩৫, ৬ নভেম্বর ২০১৮

মদন হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ নবেম্বর ॥ আজ ৬ নবেম্বর (মঙ্গলবার) নেত্রকোনার মদন উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ১১ নং সেক্টরের কাজী ফোর্সের বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে মদন এলাকাকে মুক্ত করে। এর আগে ৩০ অক্টোবর রাত থেকে ৬ নবেম্বর সকাল পর্যন্ত মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে সম্মুখযুদ্ধ হয়। টানা ১৭২ ঘণ্টার যুদ্ধে বহু পাকসেনা নিহত হয়। আহত হন বীর মুক্তিযোদ্ধা এখলাছ আহাম্মদ কোরেইশী, গাজী আঃ ছোবহান এবং ছালেহা বেগম নামে এক কিশোরী যোদ্ধা। ছালেহা বেগম আজও তার শরীরে পাকসেনাদের গুলি বহন করে চলেছেন। মদন উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় উপজেলা কমান্ড বরাবরের মতো এবারও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে। আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে: পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান।
×