ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাদা পোশাকে দম্পতিকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৪, ৬ নভেম্বর ২০১৮

সাদা পোশাকে দম্পতিকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৫ নবেম্বর ॥ সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে তুহিন সরকার (২২) নামের এক যুবক ও তার অন্তঃসত্ত্বা নাসরিন আক্তার রুমিকে উঠিয়ে নিয়ে গেছে। উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামের বাড়িতে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পরিবারটি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মেলান্দহ থানায় একটি জিডি দায়ের করার প্রস্তুতি নিচ্ছে পরিবারটি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামের বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী জসিম উদ্দিন সরকারের ছেলে তুহিন সরকার রবিবার মসজিদ থেকে আছর নামাজ পড়ে বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছা মাত্রই সাদা পোশাকধারী কয়েক লোক তুহিনকে আটক করে তার ঘরে তল্লাশি চালায়। এ সময় তাদের বাড়ির সামনে জামালপুর-মাদারগঞ্জ সড়কে একটি মাইক্রোবাস, চারটি অটোরিক্সা ও পুলিশের দুটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল। পুলিশের পিকআপ ভ্যানে সাদা পোশাকে কয়েক নারী পুলিশ সদস্যসহ পুলিশের পোশাক পরা অস্ত্রধারী পুলিশ বসে থাকতে দেখা গেছে। পরে সাদা পোশাকের নারী পুলিশ সদস্যরাও এ অভিযানে অংশ নেয়। তল্লাশি শেষে সাদা পোশাকধারী লোকজন তুহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তাদের দুটি মুঠোফোন সেটসহ মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত কেটে পড়ে। এ সময় তুহিনের অসুস্থ বাবা-মা ছেলে আর ছেলের বউকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে অভিযানকারী দলের কেউ তাদের কিছুই বলেনি বলে তারা জানিয়েছেন।
×