ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ছাত্রী আত্মহত্যায় প্ররোচনাকারীকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ৬ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জে ছাত্রী আত্মহত্যায় প্ররোচনাকারীকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে স্কুলছাত্রী আঁখি আক্তারের আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটে যুবক সাকিবকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে উপজেলার তিনটি স্কুলের শিক্ষার্থী ও খেলাঘর আসরের ভাইবোনরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজ, মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ও পাইলট গার্লস স্কুলে এই কর্মসূচী পালিত হয়। এ সময় খেলাঘর আসরের ভাইবোনদের সঙ্গে স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। খেলাঘর আসর সোনারগাঁ উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর আসরের সোনারগাঁ শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক রাজা রহমান, খসরুল হাসান, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম রাসেলসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। মানববন্ধন কর্মসূচী চলাকালীন বক্তারা বলেন, বখাটে সাকিবের উত্ত্যক্তের যন্ত্রণা সইতে না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার। আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে মামলা দায়েরের ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা বলেন, আসামি ধরার ক্ষেত্রে পুলিশী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসামি সাকিবকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। অন্যথায় খেলাঘর আসরের ভাইবোনরা উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রশাসনকে। একই সঙ্গে বখাটে সাকিবের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন। উল্লেখ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার নানাখি গ্রামের সাকিবের অত্যাচারে অতিষ্ঠ হয়েই ৩১ অক্টোবর রাতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
×