ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অস্ত্রশস্ত্রসহ ১০ জলদস্যু আটক

প্রকাশিত: ০৬:৩৩, ৬ নভেম্বর ২০১৮

কক্সবাজারে অস্ত্রশস্ত্রসহ ১০ জলদস্যু আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গোপসাগর থেকে ৬টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ১০টার দিকে নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ খবর নিশ্চিত করেন। র‌্যাবের একটি দল নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা আরও পাঁচটি অস্ত্র পানিতে ফেলে দেয় বলে জানিয়েছেন মেজর মেহেদী হাসান। আটককৃত জলদস্যুরা হচ্ছে, মহেশখালী কালারমারছড়ার আব্দুল গফুর, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, আবুল হোসেন, ছৈয়দুল ইসলাম, জুয়েল, নুরুল হক, কুতুবদিয়ার করিম, তাহের মিয়া ও বান্দরবান জেলার সিরাজুল ইসলাম। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, রবিবার রাত থেকে গভীর সাগরে দুটি ট্রলারে করে মাছ ধরার ফিশিং বোট লুটপাট করে জলদস্যুরা। দুই ফিশিং বোটের তিনজন মাঝিমাল্লাকে অপহরণ করে তারা। জেলেদের কাছ থেকে সংবাদ পেয়ে সাগরে অভিযান চালায় র‌্যাব। সকালে জেলেদের সহায়তায় একটি ট্রলার ঘিরে ১০ জন জলদস্যুকে আটক করে অপহৃত ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জলদস্যুরা মহেশখালী ও কুতুবদিয়ার জামাল, মাহবুব ও আহমদ বাহিনীর সদস্য বলে জানা গেছে।
×