ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবির সি ইউনিটে প্রশ্নপত্রে অসঙ্গতি

প্রকাশিত: ০৬:৩১, ৬ নভেম্বর ২০১৮

ইবির সি ইউনিটে প্রশ্নপত্রে অসঙ্গতি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্রের অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সোমাবার প্রথম শিফটে সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের ক্রমবিন্যাসের অমিল লক্ষ্য করা যায়। প্রশ্নপত্রে ৩১ থেকে ৪৫ নং প্রশ্ন ব্যবসায় শিক্ষা বিষয়ক প্রশ্ন করা হলেও উত্তরপত্রে হিসাববিজ্ঞান বিভাগের ক্রমবিন্যাস দেখা যায়। অন্যদিকে প্রশ্নপত্রে ৪৬ থেকে ৬০ পর্যন্ত হিসাববিজ্ঞান বিভাগের প্রশ্ন হলেও উত্তরপত্রে ব্যবসায় শিক্ষা বিভাগের ক্রমবিন্যাস রয়েছে। এছাড়া লিখিত অংশের প্রশ্নের নম্বর ৬১-৮০ কিন্তু উত্তরপত্রে লিখিত অংশের ক্রম ১-২০। এতে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে। পরে পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকরা ‘সি’ ইউনিটের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এদিকে পরীক্ষার হলগুলোতে একেক ধরনের নির্দেশনা দেয়া হয়। এছাড়া অনেক কক্ষ কোন ধরনের নির্দেশনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন করেছে। এ ব্যাপারে ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসব। শিক্ষার্থীরা যাতে শতভাগ জাস্টিস পায় তার জন্য যা করার দরকার তাই করব। নিষিদ্ধ আল্লাহর দল সংগঠনের আমিরসহ আটক চার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের জেলা আমিরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকার পলাশবাড়ির নইমুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা লিফলেট উদ্ধার করা হয়। এরা হলো জেলা আমির গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার রুহুল আমিনের পুত্র বিপুল, রংপুর দর্শনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে শাকিল, কুড়িগ্রাম পলাশবাড়ি এলাকার নুরুল হকের ছেলে সুমন ও নইমুল হকের ছেলে আতাউর। পুলিশ জানায়, ত্রিমোহনীর পলাশবাড়ি এলাকার নইমুলের বাড়িতে লিফলেট বিতরণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
×