ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ ॥ মেয়র লিটন

প্রকাশিত: ০৬:৩১, ৬ নভেম্বর ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ ॥ মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ভারত-পাকিস্তান দেশ ভাগের পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তানের সঙ্গে থাকলে আমাদের উন্নয়ন হবে না। সেজন্য দেশ ভাগের পর থেকেই মানুষকে সেভাবে প্রস্তুত করেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষ পেট ভরে খেতে পারবে, ভাল কাপড় পরবে; আজকে সেসব স্বপ্ন পূরণ হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সোমবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তেন ‘উন্নয়নের অভিযাত্রায় রাজশাহী’র উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের গল্প পাঠ’ স্লোগানকে সামনে রেখে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিটন বলেন, পাকিস্তানের ১৯৭১-এর পাপ, নারী ধর্ষণের পাপ, শিশু হত্যার পাপ, পুড়িয়ে মানুষকে হত্যা করার পাপ, ঘরবাড়ি পুড়িয়ে মানুষকে সর্বস্বান্ত করার পাপ, দেশের স্বাধীনতা চেয়েছিল বলে নিরীহ মানুষদের হত্যা করা, নির্যাতন করা, পঙ্গু করে দেয়া, লুটপাট করার পাপে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হতে বসেছে। মেয়র লিটন বলেন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকিস্তানের চেয়ে আমরা এখন সব সূচকে অনেক উপরে। আমরা যে পরিমাণ রফতানি করি, পাকিস্তান তার অর্ধেকও করতে পারে না। এমনকি পাকিস্তানে এক অনুষ্ঠানে পাকিস্তানকে কিভাবে সুইডেন বানানো যায় সেটার কথা বলা হচ্ছিল, এ সময় তাদের বক্তারা বলেন, সুইডেন কি বাত ছোড় দো, হামকো বাংলাদেশ বানাদো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
×