ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রুখতে হবে’

প্রকাশিত: ০৬:৩০, ৬ নভেম্বর ২০১৮

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রুখতে হবে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে ঐক্যের প্রয়োজন। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক হিংসা পরিহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে। চট্টগ্রামে আয়োজিত সম্প্রীতি সমাবেশে কথাগুলো বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন করে ‘সম্প্রীতি বাংলাদেশ’। সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচকগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সম্প্রীতিবিরোধী একটি শক্তি রয়েছে এ সমাজে। তারা নানা কৌশলে প্রচার চালিয়ে সহজ সরল মানুষকে উত্তেজিত করতে তৎপর। এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধে আমাদের সন্তানদের দেয়া রক্ত যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের ফিরে যেতে হবে সেই মুক্তিযুদ্ধের চেতনায়। বক্তারা আরও বলেন, এ বাংলা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধারণ ও পরিচর্যা করেছে গভীর ভালবাসায়। সে বন্ধন ও সম্প্রীতি অটুট রাখতে হবে। চট্টগ্রামের সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষাবিদ রীতা দত্ত ও অধ্যক্ষ আনোয়ারা আলম, সাংবাদিক ও শিশু সাহিত্যিক কবি রাশেদ রউফ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম আবৃত্তি জোটের অঞ্চল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সৈয়দ লোকিয়ত উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, ইউএসটিসির সাবেক উপাচার্য ড. প্রভাত চন্দ্র বড়ুয়া ও কাউন্সিলর গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী ও মুজাহিদুল ইসলাম। নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার আশঙ্কা করে বলেন, এদেশ আমাদের সকলের।
×