ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ০৬:৩০, ৬ নভেম্বর ২০১৮

নীলফামারীতে  ট্রলির ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ধান বোঝাই ট্রলির ধাক্কায় মিল্লাত হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে। শিশুটি ওই গ্রামের বুলবুল হোসেনের ছেলে। জানা গেছে, উত্তর কালিকাপুর মাটিয়ালের দোলা থেকে একটি ধান বোঝাই ট্রলি কালিকাপুর হাড়িবেচাটারী হয়ে পাকা সড়কে উঠছিল। কিন্তু ট্রলিটি সড়কে উঠতে না পেরে পেছন দিকে নেমে আসে। কিছু বোঝার আগেই পেছনে দাঁড়িয়ে থাকা ওই শিশু ট্রলির ধাক্কায় চাপা পড়ে। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বরিশালে বৃদ্ধ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর রূপাতলী হাউজিং এলাকা সংলগ্ন সড়কে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় কেরামত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পাশাপাশি তার স্ত্রী ও পুত্র গুরুতর আহত হয়েছেন। নিহত কেরামত আলী ঝালকাঠির নলছিটি উপজেলার কান্দেপপুর গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ভাড়া বাসা থেকে অটোরিক্সাযোগে স্ত্রী ও পুত্র সোহেলকে নিয়ে কেরামত আলী কালিজিরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি রাস্তার ওপর উল্টে যায়। জয়পুরহাটে ভ্যানযাত্রী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জপুরহাটের বানিয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক অটোভ্যানের যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের মাজলুম ম-লের পুত্র। মাগুরায় যুবক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে । মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার কাটাখালী এলাকায় রবিবার রাতে একটি যাত্রীবাহী গ্রামবাংলা উল্টে নাজিম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। তার পিতার নাম গোলাম মোস্তফা । বাড়ি বাগেরহাটে। জানা যায়, মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার কাটাখালী এলাকায় রাতে একটি যাত্রীবাহী গ্রামবাংলা উল্টে নাজিম নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে সে মারা যায়। লাশ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
×