ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে লক্ষ্মীখালী সেতু ভেঙ্গে চরম ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩০, ৬ নভেম্বর ২০১৮

বাগেরহাটে লক্ষ্মীখালী সেতু ভেঙ্গে চরম ভোগান্তি

বাবুল সরদার, বাগেরহাট ॥ সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া গ্রামের প্রবাহমান নদীর ওপর নির্মিত লক্ষ্মীখালী সেতুটি দীর্ঘ এক মাস আগে ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে আশপাশের ৭/৮টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। পারাপারের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছেন তারা। আর এ ফলে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে ঝুঁকিপূর্ণ এ সেতুটি দিয়ে যাতায়াত করা স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। এরই মধ্যে গত ১৫ দিন আগে ভাঙ্গা সেতু থেকে পড়ে গুরুতর আহত হয় পূর্ব সায়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র তামিম শেখ। এমন পরিস্থিতিতে স্থানীয়রা ঝুঁকি নিয়ে তাদের ছেলেমেয়ের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। তাই দ্রুত লক্ষ্মীখালী নদীর ওপর দিয়ে বিকল্প যাতায়াত ব্যবস্থা নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা সেতুটির দুপাশে রয়েছে পূর্ব সায়েড়া, পশ্চিম সায়েড়া, চাকশ্রী, দয়লা ও গিলাতলাসহ ৭/৮টি গ্রাম। আর সেতুটির দুপাশে থাকা পূর্ব সায়েড়া ও পশ্চিম সায়েড়া গ্রামে রয়েছে পূর্ব সায়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সায়েড়া মধুদিয়া স্কুল এ্যান্ড কলেজ ও ধোপাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাকশ্রি মাধ্যমিক বিদ্যালয় ও আল মদিনা গার্ডেন। প্রতিদিন এ সেতুটি দিয়ে যাতায়াত করতে হয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করা কয়েক হাজার শিক্ষার্থীর। আর সেতুটি ভেঙ্গে যাওয়ার পর থেকে দুর্ঘটনার শঙ্কায় থাকা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। এছাড়া এসব গ্রামের বাসিন্দার অধিকাংশ মৎস্য চাষের ওপর নির্ভরশীল। আগে তারা এ সেতুটি ব্যবহার করে পাশর্^বর্তী চাকশ্রি বাজার মাছ বেচাকেনার জন্য যাতায়াত করত। সেতুটি ভেঙ্গে যাওয়ার পর থেকে তাদের বাধ্য হয়ে প্রায় ৮-১০ কিলোমিটার ঘুরে চাকশ্রি বাজারে যেতে হচ্ছে। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা।
×