ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প পত্নীর অস্বাভাবিক হোটেল বিল!

প্রকাশিত: ০৬:০২, ৬ নভেম্বর ২০১৮

ট্রাম্প পত্নীর অস্বাভাবিক হোটেল বিল!

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একদিনের হোটেল বিল ৭৩ হাজার পাউন্ড। বিষয়টি আপনার কপালে চিন্তার ভাঁজ ফেললেও ঘটনা সত্য। প্রথমবারের মতো মার্কিন ফার্স্ট লেডি আফ্রিকা সফরে গিয়েছিলেন। ওই সময় কাটিয়েছিলেন মিসরের হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল সেমিরামিস কায়রোতে’। হোটেলটির ওয়েবসাইট অনুসারে, সাধারণত ওই হোটেলে একদিনের জন্য রুম ভাড়া শুরু ১১৯ ডলার থেকে। আর প্রেসিডেন্টসিয়াল স্যুটের জন্য গুনতে হয় ৬৯৯ ডলার। ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, মেলানিয়া ৬ ঘণ্টা কাটিয়েছিলেন কায়রোতে। এমনকি তিনি ওই হোটেলে রাতযাপনও করেননি। তা সত্ত্বেও হোয়াইট হাউসকে গুনতে হয়েছিল ৭৩ হাজার পাউন্ড। ব্যয় সংক্রান্ত মার্কিন সরকারী ওয়েবসাইট জানিয়েছে, ৬ ঘণ্টার জন্য হোয়াইট হাউসকে প্রায় ৯৫ হাজার ডলার (৭৩ হাজার পাউন্ড) খরচ মেটাতে হয়েছে। খরচের হিসাবে ব্যয়ের ধরনকে ‘ঋষড়ঃঁং ারংরঃ যড়ঃবষ ৎড়ড়স ং’ বলে উল্লেখ করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ বলছে, ৫ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি অতিথিদের ৭২৬টি কক্ষ স্বাগত জানিয়েছে। প্রতিটি কক্ষের জন্য ছিল অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ বিনোদনের সব ব্যবস্থা। ওবামা প্রশাসনের সময় মার্কিন ফার্স্ট লেডির জন্য ১৬ জন কর্মকর্তা কাজ করত। তাদের জন্য বছরে ব্যয় ছিল ১ দশমিক ২৪ মিলিয়ন ডলার। আর বর্তমান ট্রাম্প প্রশাসনের ফার্স্ট লেডির জন্য কাজ করেন মাত্র ৪ জন। তাদের পেছনে বছরে ব্যয় হয় ৪ লাখ ৮৬ হাজার ৭শ’ ডলার। চলতি বছের অক্টোবরের শুরুতে আফ্রিকা সফরে ছিলেন ট্রাম্প-পত্নী। আফ্রিকা সফরে ‘ঔপনিবেশিক’ টুপি বিতর্কে মুখোমুখি হয়েছিলেন মেলানিয়া। কেনিয়ায় শিকার অভিযানে তিনি ১৯ শতকের পিথ হ্যাটের আদলে বানানো একটি টুপি পরে বিতর্কে পড়েছেন। ওই টুপির সঙ্গে ঔপনিবেশিক নিপীড়নের সম্পর্ক তুলে ধরে তার সমালোচনা করা হয়েছিল। সেই বিতর্কে ধামাচাপা দিতে না দিতে তাহলে কি মেলানিয়া ট্রাম্প একদিনে ৭৩ হাজার পাউন্ডের হোটেল বিল দিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছেন? -ওয়েবসাইট
×