ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে অভিনব কায়দায় ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি

প্রকাশিত: ০৬:০০, ৬ নভেম্বর ২০১৮

মাদারীপুরে অভিনব কায়দায় ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ নবেম্বর ॥ শিবচর রূপালী ব্যাংক থেকে গ্রাহকের দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাত্র ৫-৬ মিনিটে চার প্রতারক টাকা নিয়ে নির্বিঘেœ সটকে যায়। ব্যাংকের সিসি ক্যামেরায় চার প্রতারকের অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়লেও ব্যাংক কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে শিবচর পৌর বাজারের স্বর্ণকারপট্টির রূপালী ব্যাংকে সূর্য মিয়া গোমস্তা নামের এক গ্রাহক যায়। ওই গ্রাহক তার জমি বিক্রির ৩ লাখ টাকা জমা দিতে কাউন্টারে গেলে পেছন থেকে ৪ প্রতারক গ্রাহক সেজে তার পেছনে ও পাশে দাঁড়ায়। সূর্য মিয়া টাকা কাউন্টারের ওপর রাখেন। এ সময় এক প্রতারক নিচে টাকা পড়েছে বলে জানালে সূর্য মিয়া নিচু হয়ে টাকা তুলতে উদ্যত হন। এ সুযোগে প্রতারকরা তার দেড় লাখ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সূর্য মিয়া গোমস্তা শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের খবিরউদ্দিন গোমস্তার ছেলে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বেলা ১১টা ৭ মিনিটে গ্রাহক সূর্য মিয়া গোমস্তা ব্যাংকে ঢোকেন। ব্যাংকে বড় অঙ্কের লেনদেন চললেও কোন নিরাপত্তা প্রহরী নেই।
×