ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ আজ

প্রকাশিত: ০৫:৫৯, ৬ নভেম্বর ২০১৮

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ আজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে উদ্ভূত সঙ্কট নিরসনকল্পে চলমান সংলাপ প্রক্রিয়ায় অংশ হিসেবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীসহ ১৪ দল নেতাদের সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে আট রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। আর আওয়ামী লীগের পক্ষ থেকে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলে থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরো সদস্য আকবর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটি সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।
×