ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ৮ বা ৯ তারিখে সংলাপের সারসংক্ষেপ সংবাদ সম্মেলন করে জানাবেন

ঐক্যফ্রন্ট নেতারা হতাশ, তারা এলোমেলো বক্তব্য দিচ্ছেন ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৭, ৬ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্ট নেতারা হতাশ, তারা এলোমেলো বক্তব্য দিচ্ছেন ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের সারসংক্ষেপ তুলে ধরে আগামী ৮ বা ৯ নবেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ঐক্যফ্রন্ট নেতারা হতাশ হয়ে পড়েছেন একথা উল্লেখ করে কাদের বলেন, ফ্রন্টের একেকজন একেক কথা বলছেন। সংলাপ করে গিয়েও তো একেকজন একেক কথা বলছেন। মনে পড়ে না! কেউ বলছেন ফলপ্রসূ হয়নি, দলনেতা বলেছেন, ভাল আলোচনা হয়েছে। তাদের নিজেদের মধ্যেই তো কোন মিল নেই। তারা নিজেরাই তো ঐক্যবদ্ধ নয়, যদিও নাম হচ্ছে ঐক্যফ্রন্ট। একেকজন একেক সুরে কথা বলছেন। দল ও জোটের সঙ্গে সংলাপের সারসংক্ষেপ তৈরি করতে তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে সংলাপে আলোচনার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন। এক নবেম্বর থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপের যাত্রা শুরু হয়। আগামী আট নবেম্বরের মধ্যে সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৩ সদস্য যোগ দিয়ে আসছেন। কাদের বলেন, সংলাপের আলোচনার রেজাল্ট তো জানাতে হবে। আর তা প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। আগামী ৮ বা ৯ তারিখ সংবাদ সম্মেলন হবে। আলোচনায় কী দাঁড়ালো, তা পরিষ্কার করা হবে। এত দলের সঙ্গে ডায়ালগ হচ্ছে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাবে না তা হয় না। যে যে বক্তব্যই দিয়েছে, তা কমপাইল করা হচ্ছে। আলোচনায় অংশ নেয়া দলগুলোর দাবি কতটুকু মেনে নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবি তো আমরা দুই-তিনটি মেনে নিয়েছি। আলোচনার ‘ওয়ার্নিং এ স্পিস’-এ আমরা কোন কোন বিষয়ে ঐকমত্য হতে পারি, তা প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার করা হয়েছে। আমরাও বলেছি, কিছু বিষয়ে দাবি মানতে আমাদের কোন আপত্তি নেই। কিছু কিছু বিষয় আছে, তা নির্বাচন কমিশনের বিষয়। যেমন, বিদেশী পর্যবেক্ষক। এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে সরকার কোন বাধা দেবে না। দ্বিতীয় দফায় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব তারা করে, সেটা নিয়েও আলোচনা হবে। তবে, এসব নিয়ে সরকার কোন চাপ অনুভব করছে না। আমরা কোন আন্দোলনের মুখে তাদের আলোচনার প্রস্তাব দিয়েছি, এটা সঠিক নয়। সংলাপের বিষয়ে গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়েছি আমরা। আমরা গণতন্ত্র ও পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিয়েছি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা পাবলিক পারসেপশনকে ইগনোর করতে পারি না। জনগণের মনে যেন সংশয় তৈরি না হয়, সে কারণে আমি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সরকার প্রধান হিসেবে ডায়ালগের উদ্যোগ নিয়েছেন। ড. কামাল হোসেনের প্রস্তাবকে গুরুত্ব দিয়েছি। এমনকি অন্যদের আবেদনকে গুরুত্ব দিয়েছি।
×