ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন ২৫ দেশের দু’শতাধিক অতিথি

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৮

ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন ২৫ দেশের দু’শতাধিক অতিথি

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্যের সঙ্গে শিল্পের সংযোগে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে তিন দিনের এ সাহিত্য উৎসব। বৃহস্পতিবার সকাল দশটায় তিন দিনের উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের তিন দিনে নব্বইর বেশি অধিবেশন অনুষ্ঠিত হবে। সাহিত্যের পাশাপাশি শিল্পকলা, আলোকচিত্র, চলচ্চিত্রের সমন্বয় ঘটবে উৎসবে। ২৫ দেশের দুই শতাধিক সাহিত্যিক, চিন্তাবিদ, অভিনয়শিল্পী, সাংবাদিক অংশ নেবেন তিন দিনের এ আয়োজনে। অষ্টমবারের মতো অনুষ্ঠিতব্য উৎসবটি বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে উৎসব কার্যক্রম। বরাবরের মতো এবারও উৎসবের আয়োজক যাত্রিক। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। পুরো উৎসব পরিচালনা করবেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্্ সিদ্দিকী ও কবি আহসান আকবার। এবারের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন। সহপৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইতোমধ্যেই ঢাকা লিট ফেস্টে অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। নিবন্ধন করতে হলে https:/ww/w.dhakalitfest.com/register/ ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে। উৎসবের শেষ দিন পর্যন্ত চলবে নিবন্ধন প্রক্রিয়া। সোমবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক, বাংলা একাডেমির পরিচালক ডাঃ কে এম মুজাহিদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জারা মাহবুব খান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এবারের উৎসবে বিদেশী অতিথিদের মধ্যে অংশ নিচ্ছেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইন্টন, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ও অভিনেত্রী নন্দিতা দাস, পুলিৎজারজয়ী মার্কিন সাহিত্যিক এ্যাডাম জনসন, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মোহাম্মদ হানিফ, ব্রিটিশ উপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ উপন্যাসিক জেমস মিক, ভারতীয় জনপ্রিয় লেখিকা জয়শ্রী মিশ্র, লন্ডন ন্যাশনাল এ্যাকাডেমি অব রাইটিংয়ের পরিচালক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালি বোস পারকিন্স, ওয়ালস্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন, লেখক ও সাংবাদিক নিশিদ হাজারি প্রমুখ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংবাদিক আফসান চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি আসাদ চৌধুরী, ফকরুল আলম, কথাশিল্পী ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, অভিনয়শিল্পী আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনিসুল হক, কবি কামাল চৌধুরী, কবি মুস্তাফিজ শফি, মাহবুব আজীজ, কায়জার হক, খাদেমুল ইসলাম, নির্মাতা অমিতাভ রেজা, সাংবাদিক মুন্নী সাহা, শাহনাজ মুন্নী, নবনীতা চৌধুরীসহ দেড় শতাধিক লেখক, অনুবাদক, সাহিত্যিক ও সাংবাদিক অংশ নিচ্ছেন এই আয়োজনে।
×