ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে যুব সমাজের মতামত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ॥ ড. দেবপ্রিয়

প্রকাশিত: ০৪:৩৯, ৬ নভেম্বর ২০১৮

আগামী নির্বাচনে যুব সমাজের মতামত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ॥ ড. দেবপ্রিয়

স্টাফ রিপোর্টার ॥ দেশে বর্তমানে মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ (প্রায় সাড়ে তিন কোটি) যুব সমাজের অন্তর্গত। এর মধ্যে প্রায় দুই কোটি নতুন ভোটার রয়েছে। আগামী নির্বাচনে যুব সমাজের মতামত তাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে যুব সমাজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামত গ্রহণ করা নির্বাচনের জন্য ফলপ্রসূ হবে। তাই ভোটাধিকার নিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনে সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে ৬ দফা দাবি করেছে দেশের যুব সমাজ। সোমবার রাজধানীর সিরডাপে ‘যুব সম্মেলন ২০১৮-বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ : তারুণ্যের প্রত্যাশা’ পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে যুব সমাজের পক্ষ থেকে এ দাবি তুলে ধরেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে যুব সমাজের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদের মতামত বিবেচনায় নিতে হবে, যুব সমাজের দাবি নির্বাচনী ইশতেহারে রাখতে হবে, যুব সমাজের প্রাধিকারগুলো প্রচারে আনতে হবে, নাগরিক ভোটাধিকার নিশ্চিত করতে যুব সমাজ ভোট পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, নির্বাচনের পর সরকারের কর্মপরিকল্পনায় যুব সমাজের প্রত্যাশা ও প্রাধিকারের প্রতিফলন থাকতে হবে এবং নতুন সরকারের নীতিতে যুব উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও পরিবেশবান্ধব উন্নয়নের যে রূপকল্প নিয়ে এসডিজির বৈশ্বিক এজেন্ডার যাত্রা। সেখানে বাংলাদেশের প্রগতিশীল ও অগ্রাভিমুখী রূপান্তর একই সূত্রে গাঁথা। উন্নয়নের অগ্রযাত্রায় কাউকে পেছনে রাখা যাবে না। এই প্রত্যয় অনুপ্রাণীত হয়ে এসডিজির বৈশ্বিক অভীষ্ট বাস্তবায়নে সারাবিশ্বেই আজ তরুণরা বহুমুখী আন্দোলনের মাধ্যমে সক্রিয়। বাংলাদেশের যুব সমাজ নিজেকে এ পরিবর্তনমুখী বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে মনে করে। ড. দেবপ্রিয় বলেন, দেশের রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে যুব সমাজকে অপব্যবহার করছে। এটি রোধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা প্রদান করতে হবে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিভিল সোসাইটির সঙ্গে সরকার সংলাপ করবে কি না আমাদের জানা নেই।
×