ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানী থেকে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৯, ৬ নভেম্বর ২০১৮

রাজধানী থেকে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের পরিচয়ে রাজধানীতে দীর্ঘদিন ধরে মানুষকে আটক, মুক্তিপণ আদায়, ছিনতাই ও ক্রসফায়ারের হুমকি দিয়ে আসা একটি দুর্ধর্ষ চক্র ধরা পড়েছে। বিমানবন্দর কাওলা এলাকা থেকে এ চক্রের সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। চক্রটি লোকজনকে অপহরণ করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিত। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে- জাকির হোসেন সুমন (২৭), বিল্লাল হোসেন ওরফে আসলাম (৩২), কাসেম ওরফে জীবন (৫৮), ইব্রাহিম খলিল (৪০), আবদুল মান্নান (৫০), সোহাগ (২৭) ও আরিফ (২৮)। এ বিষয়ে সোমবার কাওরানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব পরিচালক মুফতি মাহমুদ খান জানান, এই চক্রের মূল হোতা কাশেম ওরফে জীবন। দলের স্থায়ী সদস্য ১০/১১ জন। চক্রটি বিভিন্ন হাইওয়েতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ সংঘটিত করে থাকে। এই চক্রটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক গ্রাহককে টার্গেট করে অপহরণ করে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। সম্প্রতি এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের গ্রাহকদের অপহরণ ও অর্থ ছিনিয়ে নেয়ার ক্ষেত্রে নানা ধরনের কৌশল অবলম্বন করে। প্রথমে তারা ১/২ জন গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। অপর একটি দল তাদের তথ্যানুযায়ী সুবিধাজনক স্থানে একটি মাইক্রোবাস নিয়ে অবস্থান করে। ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে তারা। তিনি যখন টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন, তখন ব্যাংকের ভেতরে থাকা গ্রুপটি বাইরে থাকা গ্রুপটিকে তাকে দেখিয়ে দেয়। ব্যাংকের গ্রাহক টাকা নিয়ে যে গাড়িতে ওঠে সেটা অপহরণকারী চক্রের মাইক্রোবাস অনুসরণ করে। তাদের সুবিধাজনক স্থানে গিয়ে গাড়ির গতিরোধ করে। এরপর টার্গেট ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে চোখ বেঁধে অপহরণকারীরা তাদের গাড়িতে তোলে। মারধর করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নেয়। এরপর চেতনানাশক দিয়ে অথবা নির্জন কোন জায়গায় তাকে নামিয়ে দেয়া হয়। গত সেপ্টেম্বরে দুটি ও অক্টোবরে ১১টি অপহরণ করেছে এই চক্রটি। হবিগঞ্জ, সীতাকু-, আশুলিয়া, চান্দিনা, কেরানীগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইলেরর মির্জাপুর, সিরাজগঞ্জ, টঙ্গী, চৌদ্দগ্রামসহ বিভিন্ন হাইওয়ে এলাকা থেকে তারা অপহরণ করে। দেলোয়ার হোসেন নামে কেরানীগঞ্জের এক ভিকটিম জানান, তার গরুর খামার আছে। প্রতি বছর তিনি ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলেন। এবারও তিনি ওই পরিমাণ টাকা তোলেন। টাকা উত্তোলন করে সোনালী ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় র‌্যাব পরিচয়ে গত সপ্তাহে তাকে অপহরণ করে। এ সময় তার কাছে থাকা সাত লাখ টাকা নিয়ে যায় চক্রটি। এরকম তিনজন ভিকটিম গণমাধ্যমে কথা বলেন। যারা অপহরণের শিকার হয়েছিল। এদের মধ্যে অন্যতম সার্জেন্ট (অব) রফিক। তাকে অপহরণ করে চক্রটি তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
×