ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৩ নবেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

প্রকাশিত: ০৪:৩৭, ৬ নভেম্বর ২০১৮

১৩ নবেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৩ নবেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। আর ৩০ নবেম্বর শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা। তবে মাত্র ১ মাস বাকি থাকলেও এখনও কর অফিসগুলোতে দেখা মিলছে না করদাতাদের সরব উপস্থিতি। কর কর্মকর্তাদের মতে, নবেম্বর মাসজুড়ে করদাতাদের বেশিরভাগই হয়ে পড়েন মেলানির্ভর। তাই কর অফিসগুলো এখনও ফাঁকা। কর অঞ্চল-১ এর আওতাধীন ৬ নম্বর সার্কেলের কর্মকর্তা জাফর আলী শেখ। খানিকটা ব্যস্ত সময় পার করছেন আয়কর বিবরণী লেখালেখি নিয়ে। তিনি জানালেন, এই সার্কেলে ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা পড়ে আড়াই হাজারের মতো। যদিও এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র দেড়শোর কিছু বেশি। ৬ নম্বর সার্কেল ছাড়াও একাধিক সার্কেল ঘুরে দেখা যায়, ৩০ নবেম্বর রিটার্ন দাখিলের সময় শেষ হলেও এখনও সার্কেলগুলোতে তেমন সাড়া নেই। সেবাদানকারীরা বলছেন, ব্যক্তি করদাতাদের অধিকাংশই এখন মেলানির্ভর। নবেম্বর মাসজুড়ে করদাতাদের ৭০ ভাগই অপেক্ষায় থাকেন আয়কর মেলার। তাই কর অফিসগুলো অনেকটাই ফাঁকা। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, হয়রানিমুক্তভাবে প্রতিটি সার্কেলেই রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এছাড়া মেলা চলাকালীন প্রতিটি কর অঞ্চলেই নিশ্চিত করা হবে মেলার পরিবেশ।
×