ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেনিম এক্সপো শুরু কাল

প্রকাশিত: ০৪:৩৬, ৬ নভেম্বর ২০১৮

ডেনিম এক্সপো শুরু কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম আসর শুরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬২টি প্রতিষ্ঠান ও বিপুলসংখ্যক বিদেশী দর্শনার্থী এক্সপোতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর নবম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসেবে ‘সিমপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে। এ প্রতিপাদ্যের আলোকে প্রদর্শনীতে ক্রেতার চাহিদা কিভাবে সহজে বোঝা যায়, কিভাবে তাদের সঙ্গে দর কষাকষির জন্য প্রস্তুত করা যায় এবং সর্বোপরি কিভাবে সিমপ্লিসিটি বা সহজতা বাংলাদেশের ডেনিম শিল্পের উন্নয়নের সোপান হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক ডেনিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করা। পাশাপাশি দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্বকে জানানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবন সম্পর্কে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি।
×