ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭৭৫ কোটি ডলার

প্রকাশিত: ০৪:৩৫, ৬ নভেম্বর ২০১৮

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭৭৫ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ডলার। যা আগের বছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, দেশটির সঙ্গে এই বাণিজ্য ঘাটতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে। তবে কাজে লাগাতে হবে রফতানি সম্ভাবনা। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ডলারে। যা আগের বছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, দেশটির সঙ্গে এই বাণিজ্য ঘাটতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে। তবে, কাজে লাগাতে হবে রফতানি সম্ভাবনা। বাংলাদেশের তিন দিকে সীমানাবেষ্টিত ভারত। প্রতিবেশী এই দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শুরু ১৯৭১ সালে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে ভারতের অর্থনৈতিক সহযোগিতার শুরুটাও সে সময়েই। সময়ের সঙ্গে ভারত-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সম্পর্কের পরিধি বেড়েছে বহুগুণ। আর সবাইকে ছাপিয়ে দেশটি এখন বাংলাদেশের দ্বিতীয় বড় বাণিজ্য অংশীদার। দেশটিতে বাংলাদেশের রফতানি বাড়ছে যেমন, আমদানি বাড়ছে তার চেয়েও বেশি। ভারতের বাজারে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিও কম নয়। সবশেষ গেল অর্থবছরেও ভারতে রফতানি বেড়েছে ৩০ শতাংশ, যার বিপরীতে আমদানির খাতাটা আরও ভারি, শতাংশের হিসাবে যা ৪০। পরিসংখ্যান বলছে মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ডলার। যা আগের বছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, নিজেদের তাগিদেই আমদানি করা হয় ভারতীয় পণ্য, যা নেতিবাচক প্রভাব ফেলছে না অর্থনীতিতে। তবে কাজে লাগাতে হবে রফতানি সম্ভাবনা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারী চুক্তির কাজ চলছে।
×