ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিতার লাশ ফেরত দিন ॥ খাশোগির দুই ছেলের আর্তি

প্রকাশিত: ০৪:২৭, ৬ নভেম্বর ২০১৮

পিতার লাশ ফেরত দিন ॥ খাশোগির দুই ছেলের আর্তি

সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির মরদেহ ফিরিয়ে দেয়ার আর্তি জানিয়েছেন তার দুই ছেলে আব্দুল্লাহ ও সালাহ। রবিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তারা এ দাবি জানান। খবর ওয়েবসাইট। গত মাসে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। সৌদি সরকার তাকে হত্যা করার কথা স্বীকার করলেও তার লাশের সন্ধান দিতে পারেনি। সাক্ষাতকারে ৩৫ বছর বয়সী সালাহ বলেন, এই মুহূর্তে আমরা তাকে মদীনার আল-বাকি কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে সমাহিত করতে চাই। তিনি আরও বলেন, আমি বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমি আশা করছি তারা শীঘ্রই আমার বাবার লাশ ফেরত দেবে। খাশোগির অপর ছেলে ৩৩ বছর বয়সী আব্দুল্লাহ পিতার নির্মম মৃত্যুর কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন ‘চমৎকার পিতা’। তিনি নম্র স্বভাবের মানুষ ছিলেন এবং সবাই তাকে ভালবাসত। তিনি পিতা খাশোগিকে ‘নির্ভীক, উদার ও অত্যন্ত সাহসী’ বলেও উল্লেখ করেন।
×