ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্র ও জাপানের

প্রকাশিত: ০৪:২৬, ৬ নভেম্বর ২০১৮

 শ্রীলঙ্কায় সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্র ও জাপানের

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক সঙ্কটের কারণে যুক্তরাষ্ট্র ও জাপান দেশটিতে ১শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থসহায়তা স্থগিত করেছে বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। শ্রীলঙ্কায় আচমকা তার পদচ্যুতির পর সাহায্য বন্ধের এ পদক্ষেপে দেশটির গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে শঙ্কা বাড়ল বলে মন্তব্য করেন বিক্রমাসিংহে। খবর ওয়েবসাইটের। তিনি বলেন, ‘মহাসড়ক নির্মাণ এবং ভূমির অবকাঠামো উন্নয়নে সরকারী তহবিলে গঠিত মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনে (এসসিসি) দেয়া প্রায় ৫০ কোটি মার্কিন ডলার অর্থসহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।’ রেলওয়ে প্রকল্পে জাপান স্বল্পসুদে ১৪০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেয়ার যে পরিকল্পনা করেছিল তাও স্থগিত হয়ে গেছে এবং আরও বহু প্রকল্প আটকে আছে বলে জানান বিক্রমাসিংহে। এ বিষয়ে ওয়াশিংটনে শ্রীলঙ্কা দূতাবাস থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়, শ্রীলঙ্কার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে এমসিসি প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৪৮ কোটি মার্কিন ডলার স্থগিত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানের ঋণ স্থগিতের বিষয়টিও নিশ্চিত করেছেন দেশটির কয়েকজন কর্মকর্তা। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিবিড়ভাবে দেশটির রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছি। আপাতত রেলওয়ে প্রকল্পে ঋণ স্থগিত করা হয়েছে।’ গত মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা বিক্রমাসিংহে ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। সেইসঙ্গে পার্লামেন্ট স্থগিত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। যদিও বিক্রমাসিংহে পার্লামেন্ট তার পক্ষে আছে দাবি করে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।
×