ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইপিজেডে বাসচাপায় শ্রমিক নিহত, ১৪ গাড়িতে আগুন

প্রকাশিত: ০৮:৩৫, ৫ নভেম্বর ২০১৮

 ইপিজেডে বাসচাপায় শ্রমিক নিহত, ১৪ গাড়িতে আগুন

বিডিনিউজ ॥ ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে দুর্ঘটনায় পোশাক কারখানার শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তাণ্ডব চালিয়ে বাস, ট্রাকসহ ১৪টি গাড়িতে আগুন দিয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনার পর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ কওে দেয়। গাড়ি পোড়ানোর দৃশ্য ধারণ করতে যাওয়া সাংবাদিকদের লাঞ্ছিত করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপু। নিহত আজাদ (২৭) ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের শান্তা এ্যাপারেলস লিমিটেডের কর্মচারী। শ্রমিকরা জানান, ছুটি শেষে ফেরার পথে প্রধান ফটকে বাইসাইকেল আরোহী আজাদ শ্রমিক বহনকারী একটি বাস চাপায় নিহত হন। এ ঘটনা তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লে কয়েক হাজার শ্রমিক মূল ফটক বন্ধ করে মালামাল বোঝাই ট্রাক, কভার্ড ভ্যান, মোটরসাইকেল ও শ্রমিক পরিবহনকারী বাসসহ ১৪টি গাড়িতে আগুন দেয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, বাস, ট্রাক, কভার্ডভ্যানসহ ১৪ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিকরা। ফায়ার সার্ভিসের দুটি ইনিউট আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িগুলো পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
×