ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সৈয়দ আশরাফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ’

প্রকাশিত: ০৭:৫৪, ৫ নভেম্বর ২০১৮

‘সৈয়দ আশরাফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ’

বিডিনিউজ ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছেন তার ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম। জনপ্রশাসনমন্ত্রী আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি। কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আশরাফের আগামী নির্বাচনে অংশ নেয়া-না নেয়া নিয়ে নানা আলোচনার মধ্যে শাফায়াত রবিবার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ভাইয়ের গুরুতর অসুস্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। তিনি পরিবারের সদস্যসহ কাউকে চিনতে পারছেন না। ‘এ পরিস্থিতিতে এ সময়ে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’ সৈয়দ আশরাফ দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসছেন বলে যারা বলছেন, তাদের কথা ঠিক নয় বলেও জানান শাফায়াত। আশরাফকে নিয়ে অহেতুক গুজব না ছড়িয়ে তার জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি। কিশোরগঞ্জের ওই আসনটিতে সাবেক সেনা কর্মকর্তা শাফায়াতও একবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতিতে ভাইয়ের গুরুত্ব তুলে ধরে শাফায়াত বলেন, ‘সৈয়দ আশরাফ একজনই, তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে; তখন তিনি সৈয়দ নজরুলকে ছাড়িয়ে যাবেন। তিনি হবেন ইতিহাসের মহানায়ক।’ কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাফায়াত। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল আমিন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সুলতানা রাজিয়া প্রমুখ।
×