ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় উড়ন্ত শুরু প্রোটিয়াদের

প্রকাশিত: ০৬:২০, ৫ নভেম্বর ২০১৮

 অস্ট্রেলিয়ায় উড়ন্ত শুরু প্রোটিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ক্রিকেটে শনির দশা যেন কাটছেই না। বছরের শুরুতে যে দশার শুরুটা হয়েছিল বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির সূত্র ধরে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই ঘটনায় নেতৃত্ব হারানো স্টিভেন স্মিথ ও তুখোড় ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হন। বড় দুই পারফর্মারকে ছাড়া মুখ থুবড়ে পড়ে দেশটির ক্রিকেট। ইংল্যান্ড ব্যর্থতার পর সম্প্রতি আমিরাতে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। অনেকে ভেবেছিলেন ঘরের মাটিতে প্রতিপক্ষ হিসেবে সেই দক্ষিণ আফ্রিকাকে পেয়ে জ্বলে উঠবে অসিরা। প্রস্তুতি ম্যাচে স্বাগতিক প্রধানমন্ত্রী একাদশের জয়ে ছিল তেমন ইঙ্গিত। কিন্তু মূল লড়াইয়ে পাত্তা পেল না অস্ট্রেলিয়া। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৫২ রানে অলআউট এ্যারন ফিঞ্চদের হার ৬ উইকেটে। অনেকদিন পর রঙিন পোশাকে ফিরেই ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন (২/১৮)। টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতেই প্রোটিয়া পেসতা-বের মুখে বেসামাল হয়ে পড়ে। তৃতীয় ওভারে তিন বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে যে তা বের সূচনা করেন ডেল স্টেইন, তারই পূর্ণতা দিয়ে দেন আন্দিলে ফিকোয়াও। স্টেইন, লুঙ্গি এনগিদি, ফিকোয়াওর পেসের সামনে পার্থের উইকেটে নাকাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার টপঅর্ডার। ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে অসিরা তখন দিশেহারা। একমাত্র এ্যালেক্স ক্যারি দাঁতে দাঁত চেপে উইকেটে পড়েছিলেন। বিপদের মাঝে টেস্ট মেজাজে ৭১ বলে ৩৩ রান করে ফেরেন ৩২তম ওভারে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্যারি যখন আউট হন অস্ট্রেলিয়ার স্কোর তখন ১০৭। রানটা যে দেড় শ’ পেরিয়ে ভদ্রস্থ হয়েছে, এর কৃতিত্ব দুই পেসার নাথান কুল্টার-নাইল ও মিচেল স্টার্কের। নবম উইকেটে ৩৩ রান যোগ করে স্টার্ক (১২) ফিরে গেলেও কুল্টার-নাইল আউট হয়েছেন দলকে দেড় শ’ করার পরপরই। ৩১ বলে ক্যারিয়ার সর্বোচ্চ ৩৪ রান করেছেন পেসার কোল্টার-নাইল। ছিল ৫ চার ও ১ ছক্কার মার। ১৫৩ রানের মামুলি লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল উড়ন্ত। আট ওভার পূর্ণ হওয়ার আগেই পঞ্চাশ পেরনো দলটি তিন অঙ্ক ছুঁয়েছে ১৯তম ওভারে। এর আগেই অবশ্য ফিরে গেছেন কুইন্টন ডি’কক। ৭ চারে ৪০ বলে ৪৭ রান করা ডি কক কুল্টার-নাইলের শিকারে পরিণত হন। হাসিম আমলার ইনজুরিতে ওপেনিংয়ে সুযোগ পাওয়া রিজা হেনড্রিকস ফেরেন ৪৪ রান করে। এরপর মার্কাস স্টয়নিস ১৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতিটা একটু কমিয়ে দেন। অসিরা তাতে জয়ের পথে থাকা প্রতিপক্ষকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে পারেনি। ২৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে শেষ হাসি প্রোটিয়াদের। দারুণ এ জয়ে তিন ওয়ানডে’র সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী দক্ষিণ আফ্রিকা। এ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ শুক্রবার। স্কোর ॥ অস্ট্রেলিয়া ॥ ১৫২/১০ (৩৮.১ ওভার; হেড ১, ফিঞ্চ ৫, শর্ট ০, লিন ১৫, ক্যারি ৩৩, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ১৪, কামিন্স ১২, কুল্টার-নাইল ৩৪, স্টার্ক ১২, হ্যাজলউড ৬*; স্টেইন ২/১৮, এনগিদি ২/২৬, ফিকোওয়াও ৩/৩৩, তাহির ২/৩৯)। দক্ষিণ আফ্রিকা ॥ ১৫৩/৪ (২৯.২ ওভার; ডি কক ৪৭, হেনড্রিকস ৪৪, মার্করাম ৩৬, ডুপ্লেসিস ১০*, ক্লাসেন ২, মিলার ২*; কুল্টার-নাইল ১/২৬, স্টয়নিস ৩/১৬)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ স্টেইন (দ. আফ্রিকা)। সিরিজ ॥ তিন ওয়ানডে দ. আফ্রিকা ১-০তে এগিয়ে।
×