ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরচারি ট্রেনিং সেন্টার উদ্বোধন আজ

প্রকাশিত: ০৬:২০, ৫ নভেম্বর ২০১৮

 আরচারি ট্রেনিং সেন্টার উদ্বোধন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বাংলাদেশ আরচারি ফেডারেশনের। আজ টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচারি ট্রেনিং সেন্টারের উদ্বোধন হতে যাচ্ছে। স্বপ্নের ট্রেনিং সংগঠনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি। রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সেই সঙ্গে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ডব্লিউ এ এ ট্রেনিং গ্রোগাম’। প্রোগামে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের ২২ পুরুষ, ১৩ জন মহিলা আরচ্যার, ১১ জন কোচসহ ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রতিনিধি হিসেবে সেক্রেটারি জেনারেল প্রফেসর উম সাং হো উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী সব দল ইতোমধ্যে ঢাকা অবস্থান করছে।
×