ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেছে সাফজয়ী বীর কিশোর ফুটবলাররা

ভালবাসায় সিক্ত মেহেদী-রাসেলরা

প্রকাশিত: ০৬:১৮, ৫ নভেম্বর ২০১৮

ভালবাসায় সিক্ত মেহেদী-রাসেলরা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল দল। রবিবার নেপাল থেকে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বীর কিশোর ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। মেহেদী-রাসেলদের বরণ করে নিতে বিমানবন্দরে যান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আরও অনেকে। শনিবার ফাইনালে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পাকিদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলার কিশোররা আরও বেশি উদ্বেলিত। দেশে ফিরে অধিনায়ক, কোচ, নায়ক গোলরক্ষক মেহেদী হাসান তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। ভবিষ্যতে এই সাফল্য ধরে রেখে আরও ভাল করার প্রত্যয়ের কথা শোনান বাংলার বীর কিশোররা। সেমিফাইনালের মতো ফাইনালেও বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী। এ কারণে তাকে ঘিরেই সবার উন্মাদনা বেশি ছিল। ফাইনালে দ্বিতীয়ার্ধের শেষদিকে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে তুলে নিয়ে ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুটি সেভ করা মেহেদীকে নামান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। জুনাইদ আহমেদ, আদনান জুসতিন ও মুদাসসর নজরের শট ফিরিয়ে দলকে শিরোপা এনে দিতে পেরে খুশি মেহেদী। ভবিষ্যতে বাংলাদেশ দলের গোলরক্ষক ভাবা হচ্ছে তাকে। মেহেদী বলেন, কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছি বলে অনেক ভাল লাগছে। কোচের নির্দেশনা মেনে খেলেছি এবং পাকিস্তানকে ফাইনালে হারিয়েছি। আমরা বড় একটি জয় দেশকে উপহার দিয়েছি। এটা খুব আনন্দের ব্যাপার। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমাদের সাপোর্ট করেছে। চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা নিহাদ জামান উচ্ছাস গর্বিত। তিনি বলেন, সর্বোচ্চ গোলদাতা হয়েছি। আমার ছোট ফুটবল ক্যারিয়ারে এটা অনেক বড় অর্জন। আগে থেকে লক্ষ্য ছিল গোল করব, দেশকে জেতাব, সর্বোচ্চ গোল করে নিজেকে চেনাব। সেটা করতে পেরে আমি খুব খুশি। ছেলেদের সাফল্যকে কঠোর পরিশ্রমের ফসল মনে করেন কোচ পারভেজ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বলে দল বাড়তি আত্মবিশ্বাসী ছিল বলেও জানান তিনি।
×