ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রকস্টার হাঁস

প্রকাশিত: ০৫:৪৬, ৫ নভেম্বর ২০১৮

  রকস্টার হাঁস

মার্কিন মুলুকে এবার একটি হাঁস নিয়ে রীতিমতো হৈ চৈ চলছে। অনেকে এটিকে ‘তারকা হাঁস’ আবার কেউ এটিকে ‘রকস্টার হাঁস’ বলে ডাকছে। হাঁসটিকে নিয়ে আলোচনার কারণ এটির শরীরের নানা জায়গায় ভিন্ন ভিন্ন রং। আবার এটি দেখতেও অত্যন্ত সুন্দর। সম্প্রতি নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কের এক জলাশয়ে এ হাঁসকে আনমনে সাঁতার কাটতে দেখা যায়। ম্যান্ডারিন প্রজাতির এই পুরুষ হাঁসটি পানির মধ্যে খেলা দেখাতেও পটু। রোদ ওঠার পর শরীরে পাখনা খুলে এটি পানি ছিটায়। হাঁসটিকে দেখতে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী পার্কের জলাশয়ের সামনে উপস্থিত হয়। প্রাণিবিদরা বলছেন, এই কয়েক রঙা হাঁস এক সময় দক্ষিণ এশিয়ার কয়েক দেশে দেখা মিলত। এই জাতীয় হাঁস সাধারণত লাজুক প্রকৃতির হয়। যুক্তরাষ্ট্রের পাখিবিদ হলি মাসকারো সম্প্রতি এটিকে দেখতে নিউইয়র্কে আসেন। পাখিটিকে দেখে মুগ্ধ হন তিনি। এরপর হলি মাসকারো এটিকে নিউইয়র্ক শহরের ‘হটেস্ট ব্যাচেলর’ বলে আখ্যা দেন। গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাতকারে হলি মাসকারো বলেন, আমার চিন্তা অন্য জায়গায়। কারণ হাঁসটি দীর্ঘদিন সঙ্গী ছাড়া রয়েছে। আমার মনে হয়, খুব দ্রুত এটির জন্য একটি মাদি হাঁস জোগার করা দরকার।- নিউইয়র্ক টাইমস অবলম্বনে
×